Showing posts with label কবি কাহিনী. Show all posts
Showing posts with label কবি কাহিনী. Show all posts

কবি কাহিনী

আশরাফ আল দীন

একজন রণেভঙ্গ দেয়া কবির কাহিনী শুনুন।
একবার কবির উপর বদনজর পড়লো এক পরীর,
চাঁদে-পাওয়া মানুষের মতো
              কবি আরো কবি হয়ে গেল !
এই বহু-কবির দেশেও এতটুকু কবি হওয়া
              কাউকে কি মানায় বলুন ?
সেই কবি হা-বৃষ্টি চাতকের মতো ঘোরে
পরিচ্ছন্ন আকাশী সীমাহীনতায় ওড়ে, আর
যতবার বলে, মেঘ দে' পানি দে'
তার চেয়ে বেশি বলে, ভালবাসা দে' ভালবাসা দে' !

কবি শুধু শব্দের ছবি আঁকে হৃদয়ের রঙে
ঢেলে দেয় ঝর্ণার জল নিসর্গের ছায়া আকাশের তল
আর ভিজিয়ে রাখে অস্তিত্বের নীচে
              ভালবাসায়।
কবি তাই নারী দেখলেই পরী সাজায় তাকে,
পাখির বুকের নরম পালকে আবারো সাজায় পরীকে;
আহ্, বা'কাট্টা ঘুড়ির মতো স্বপ্নের ভেতর
              কবি শুধু ওড়ে।

এর মাঝে এক রমণী এসে কবির ঘরণী হল;
কবি তাকে বিপুল আবেগে পরী সাজাবে কি
কবিকে সে রুখে দাঁড়ালো রমণীয় দোষে !

এখন, পরাধীন পৃথিবী শুধু যুদ্ধের সাজে সাজে।